Monday, May 20, 2013

জিয়াকে ঠান্ডা মাথার খুনী বলেছেন আদালত।

জিয়াকে ঠান্ডা মাথার খুনী বলেছেন আদালত।
মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুজের সাক্ষ্য ও বিএনপি নেতাব্যারিস্টার ­ মওদুদ আহমদের বইয়ের লেখা এ রায়ে বিবেচনা করা হয়। এ প্রসঙ্গে আদালত বলেন, “ব্যারিস্টার মওদুদ আহমদ তার ‘ডেমোক্রেসি অ্যান্ড চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট: এ স্টাডি অবপলিটিক্যাল অ্যান্ড মিলিটারিইন্টারভ ­েনশান ইন বাংলাদেশ’ বইয়েলিখেছেন, এই বিচারের ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমানপাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার মনস্থির করেছিলেন। জেনারেল মঞ্জুরের উদ্ধৃতি দিয়ে মার্কিন সাংবাদিক লিফশুজও একই বক্তব্য দিয়েছেন।”
এছাড়াও তৎকালীন ঢাকা জেলাম্যাজিস্ট্র ­ ­েট ড. এমএম শওকত আলী এবং সাহিত্যিক সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের লিখিত দাবিসহ অ্যামিকাস কিউরি জ্যেষ্ঠ আইনজীবীদের মতামতের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্তে আসেন যে, “কর্নেল তাহের বীর উত্তমের মৃত্যুর মুল আসামি জেনারেল জিয়াউর রহমান।”
মৌদুদ এখন কী কহিবেন? বি.এন.পিও বা কী কহিবে?

No comments:

Post a Comment